২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পায়নি ছাত্রলীগ!

বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শুভেচ্ছা কার্ড পাননি ছাত্রলীগের নেতারা। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে কয়েক শ কার্ড পাওয়া যায়।

কার্ড না পাওয়ায় ছাত্রলীগের অনেক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের একজন ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, কার্ডগুলো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি ও হলের সভাপতি-সাধারণ সম্পাদকদের দেওয়ার কথা। কিন্তু এগুলো না পাওয়ায় বেশির ভাগ নেতাই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে যেতে পারেননি।

মেহেদী বলেন, ‘আমরা গণভবনে না গেলেও আগে এমন কার্ড পেলে যত্ন করে সংগ্রহে রেখে দিতাম। আমার ড্রয়ারে এখনো আগের অনেক কার্ড আছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে এগুলো অনেক আবেগের বিষয়।’ তিনি এ ঘটনার সাংগঠনিক তদন্ত দাবি করেন।

 

এ প্রসঙ্গে ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন  বলেন, ‘কার্ডগুলো পাঠানোর দায়িত্ব আমার। কিন্তু আমি নিজেই জানতাম না কার্ডগুলো মধুর ক্যানটিনে আছে।’

ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিনসহ কয়েকজনকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল বলে ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে। যোগাযোগ করা হলে নওশেদ বলেন, ‘আমার হাতে কার্ডগুলো পয়লা বৈশাখের আগের দিন রাতে আসে। স্বল্প সময়ের মধ্যে অনেককে ফোন দিয়ে কার্ড নিতে বলেছি। কার্ডে কারও নাম লেখা ছিল না। যাদের সঙ্গে যোগাযোগ করা গেছে, তারা কার্ড পেয়েছে। যারা কার্ড পায়নি বলে ছড়াচ্ছে, তারা রাজনীতির মাঠে নিষ্ক্রিয়।’

এ প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, যারা কার্ড পাওয়ার তারা পেয়েছে। মধুর ক্যানটিনে যেগুলো পড়ে ছিল, তা পুরোনো। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা কার্ড নয়।

সূত্রঃ দৈনিকশিক্ষা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।