১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার শ্রমিক লীগের

 

প্রবাসে দলমত নির্বিশেষে সব শ্রমিকের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখা।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কারিকাপালা হলরুমে ‘মহান মে দিবস’ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখা আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই অঙ্গীকার করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে শিকাগোর হে মার্কেটে নিহত শ্রমিকসহ দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে শ্রমিক লীগের সহসভাপতি শাহ আলম হাওলাদার প্রবাসে শ্রমিকদের কল্যাণে শ্রমিক লীগের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জানান। এ সময় তিনি বিভিন্ন সময়ে প্রবাসে বিপদে পড়া শ্রমিক ও বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মৃতদেহ দেশে পাঠাতে শ্রমিক লীগের কার্যক্রমের কথা তুলে ধরেন।
ভবিষ্যতেও জাতীয় শ্রমিক লীগের মালয়েশিয়া শাখা দলমত নির্বিশেষে শ্রমিকদের পাশে থাকবে বলেও জানান এই নেতা।
সভায় বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (লেবার) মো. সায়েদুল ইসলাম বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য খুলেছে। একই সঙ্গে অবৈধ শ্রমিকদের বৈধতার আওতায় আনতে রিহায়ারিংয়ের মেয়াদ বৃদ্ধি ও ই-কার্ড দেয়া হচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুসম্পর্ক সবচেয়ে বেশি কাজ করেছে।
‘প্রবাসী শ্রমিকদের মরদেহ পাঠাতেও ঘুষ লাগে’ বলে একটি চক্র অপপ্রচার করছে দাবি করে তিনি বলেন, ‘এদেশে মৃতদের পরিচয় নিশ্চিত হয়েই মরদেহ ফেরত পাঠানো হয়।’ তাছাড়া বৈধ শ্রমিকরা মৃত্যুর পর যাতে বিশেষ সুবিধা পায় সে জন্য অবৈধ না হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বৈধ পথে দেশে অর্থ পাঠানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দেশে বিদেশে কাজ করা শ্রমিকদের শুভেচ্ছা জানান।
শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মকবুল হোসেন মুকুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, ইউনিভার্সিটি কুয়ালালামপুরের প্রফেসার ড. এমদাদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন মজনু, মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগের আহ্বায়ক তাজকীর আহমেদ, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হক জোসেফ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু হানিফ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল উদ্দিন সেলিম, মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল শিকদার, সাধারণ সম্পাদক মোনায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান মিতুল, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা শিলা হাসান শিলা, পুত্রাকাজাং শাখা শ্রমিক লীগের সহসভাপতি জহির রায়হান, কুয়ালালামপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস আলি ভুলু প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।