২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

প্রশ্নপত্র ফাঁস: পরীক্ষার্থী এবং ল্যাব সহকারীর ২ বছরের কারাদণ্ড

karagare
দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষার্থী ও ল্যাব সহকারীর ২বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত তাদের এ দণ্ড দেন।
উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাটের বীরগঞ্জ টিবিএম কলেজে অনুষ্ঠিত এসএসসি ভকেশনাল পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্ততে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আলম হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থী কাছে প্রশ্নপত্রের ফটোকপি ও প্রশ্নপত্রের উত্তরকপি দেখতে পেয়ে বিষয়টি জানতে চান।
এসএসসি ভকেশনাল পরীক্ষার্থী ৯ম শ্রেণির ছাত্র পাল্টাপুর ইউনিয়নের মধুবনপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র এরশাদ হোসেন (১৯) জানান, প্রশ্নপত্রের মুলকপি বীরগঞ্জ টিবিএম কলেজের ল্যাব সহকারী কাশীপুর গ্রামের ধীরেন্দ্র নাথ দাশের পুত্র গৌরাঙ্গ দাশের কাছে রয়েছে। পরীক্ষার্থী ভাষ্য মোতাবেক কলেজ ক্যাম্পাসের বাহির থেকে মুল প্রশ্নপত্রটি ল্যাব সহকারী কাছ থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরীক্ষার্থী ও ল্যাব সহকারী ২জনকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়।
পুলিশ গ্রেপ্তারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আলম হোসেনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা দোষ স্বীকার করেন। তারপর আদালত প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

ওসি আবু আক্কাস আহম্দ জানান, সাজা প্রাপ্তদের থানা হাজতে আটক রাখা হয়েছে। শুক্রবার দিনাজপুর ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। দৈনিক শিক্ষা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।