২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রাইভেট কারে গ্যাসের টাংকিতে ১০হাজার পিচ ইয়াবাঃকারসহ আটক-২

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কে চুনতি বাজার হতে একটি প্রাইভেট কারের গ্যাসের টাংকির ভিতর তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, কারসহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক বিক্রেতারা হল যথাক্রমে কুমিল্লা জেলার কতোয়ালী থানার নয়া পাড়া এলাকার মিছিল মিয়ার পুত্র মো: জুয়েল (২৫) ও শাহ্পুর এলাকার মোহাম্মদ আব্দুল মালেকের পুত্র মো: জাহাঙ্গীর আলম (৩২)। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১নভেম্বর বেলা ১২টায় চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে চেকপোষ্টে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৬-৫১২৪) সিগন্যাল দিলে দ্রুত গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা চালালে পুলিশ গাড়িটি ধাওয়া করে চুনতি বাজারে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় উল্লেখিত স্থান হতে কারের গ্যাসের টাংকির ভিতর হতে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারসহ ২মাদক বিক্রেতা আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার), চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল ও এসআই আব্দুল আওয়াল। উক্ত ইয়াবা ট্যাবলেট গুলোর মূল্য আনুমানিক ৩০লক্ষাধিক টাকা হবে বলে থানাসূত্রে জানা গেছে। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে লোহাগাড়া থানার ওসি মো: শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।