২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

প্রাইভেট কারে গ্যাসের টাংকিতে ১০হাজার পিচ ইয়াবাঃকারসহ আটক-২

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কে চুনতি বাজার হতে একটি প্রাইভেট কারের গ্যাসের টাংকির ভিতর তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, কারসহ ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক বিক্রেতারা হল যথাক্রমে কুমিল্লা জেলার কতোয়ালী থানার নয়া পাড়া এলাকার মিছিল মিয়ার পুত্র মো: জুয়েল (২৫) ও শাহ্পুর এলাকার মোহাম্মদ আব্দুল মালেকের পুত্র মো: জাহাঙ্গীর আলম (৩২)। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১নভেম্বর বেলা ১২টায় চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে চেকপোষ্টে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৬-৫১২৪) সিগন্যাল দিলে দ্রুত গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা চালালে পুলিশ গাড়িটি ধাওয়া করে চুনতি বাজারে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় উল্লেখিত স্থান হতে কারের গ্যাসের টাংকির ভিতর হতে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কারসহ ২মাদক বিক্রেতা আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার), চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আব্দুল জলিল ও এসআই আব্দুল আওয়াল। উক্ত ইয়াবা ট্যাবলেট গুলোর মূল্য আনুমানিক ৩০লক্ষাধিক টাকা হবে বলে থানাসূত্রে জানা গেছে। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে লোহাগাড়া থানার ওসি মো: শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।