১১ এপ্রিল, ২০২৫ | ২৮ চৈত্র, ১৪৩১ | ১২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করেই কক্সবাজারে পরিকল্পিত উন্নয়ন সম্ভব

DSC01037
প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করেই কক্সবাজারে পরিকল্পিত উন্নয়ন সম্ভব। আর এ উন্নয়নের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটবে। গতকাল মঙ্গলবার কক্সবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাওদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা )  আয়োজিত পরিবেশগত বিষয়ে কক্সবাজারে সাম্প্রতিক জনস্বার্থে মামলা শীর্ষক পরামর্শক সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কথিত ৫১ একর ও উত্তরণ গৃহায়ন সমবায় সমিতিতে কিভাবে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত আছে তা বোধগম্য নয়। পাশাপাশি বাকঁখালী নদীর অবস্থাও একই। তাই এ ব্যাপারে দ্রু ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান বক্তারা। সভার শুরুতে লিখিত বক্তব্যে বাপা’র জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, পাহাড় কেটে গড়ে তোলা উত্তরণ আবাসন প্রকল্পে বেলা কর্তৃক দায়েরকৃত মামলায় উত্তরণ কর্তৃপক্ষের আপিল আবেদন সম্প্রতি সপ্রীমকোর্টের আপীল বিভাগের পূর্ণ বেঞ্চ হারিজ করে দিয়েছে। এটা কক্সবাজারবাসীর জন্য বিরাট একটা সাফল্য। তাই এর জন্য বেলাকে ধন্যবাদ জানাতেই হয়। একই ভাবে সব বক্তারা পরিবেশ ষংরক্ষণে কক্সবাজারবাসীর পাশে দাঁড়ানোর জন্য বেলাকে ধন্যবাদ জানান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশনেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার সিভিল সোসাইটির সহসভাপতি প্রকৌশলী কানন পাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনাজ তাহেরা, পৌর কাউন্সিলর আকতার কামাল, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, বাংলা ভিশনের কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, চ্যানেল আই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের জেলা সভাপতি মোহাম্মদ উর রহমান মাসুদ, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মামুন, দুদক কক্সবাজারের পিপি এডভোকেট আব্দুর রহিম, সুজন কক্সবাজারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সমাজ সেবক ছানাউল্লাহ , নাজিম উদ্দিন, ঠিকাদার সাখাওয়াত হোসেন, বেলা’র নেটওয়ার্ক মেম্বার মো: হাসান, সেভ দ্যা নেচার কক্সবাজারের সভাপতি কল্লোল চৌধুরী, একুশে টিভি’র কক্সবাজর প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক সুপ্রভাতের কক্সবাজার প্রতিনিধি দীপন বিশ্বাস, দৈনিক বাকঁখালীর স্টাফ রিপোর্টার মো: শফিক ও এডভোকেট মিজবাহ উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।