মহেশখালী সংবাদদাতা: গুদামে গুদামে কৃষকের ধান,বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ -এই স্লোগানকে সামনে নিয়ে দেশের অন্যন্যা অঞ্চলের ন্যায় চলতি বোরো /১৯ মৌসুমের মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো: জামিরুল ইসলাম।
২৩ মে দুপুর ১২টার সময় কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ২৬ টাকা দরে প্রায় দেড় মেট্টিকটন ক্রয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার বডুয়া,বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ, স্থানীয় মিডিয়া কর্মীবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এপ্রসঙ্গে মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম বলেন-কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক যেন তার কষ্টার্জিত ধানের ন্যায্যমূল্য পাই তাই কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ করা হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।