২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

প্লে অফ থেকে ছিটকে গেল কোহলির বেঙ্গালুরু!

মুম্বাইয়ের ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহালি। শুরুটা মোটেও ভালো হয়নি। তাই রানটাও সুবিধার হলো না। সর্বসাকুল্যে ১৬২ রান তুলতে সক্ষম হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১ বল আর ৫ উইকেট হাতে রেখেই সেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল কলকাতা। আর আজকের পরাজয়ে আইপিএল টেন থেকে ছিটকে গেল আরসিবি। ১১ ম্যাচে ৮টিতে হেরে কোহলিদের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। বাকি আর তিনটি ম্যাচ। সুতরাং লিগের শেষ তিনটি ম্যাচ জিতলেও প্লে-অফের আশা নেই বিরাট কোহলিদের।

ওপেন করতে নেমে ১৪ বলে ২ ছক্কায় ২০ রান করে প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহালি। তার আগে মাত্র ১৭ রান করে আউট হন অপর ওপেনার মনদীপ সিং। ৩ নম্বরে নেমে ট্রেভিস হেডের রান ১২। প্রথম তিন ব্যাটসম্যান হতাশ করার পর বেঙ্গালুরু ব্যাটিংয়ের হাল ধরেন এবি ডি ভিলিয়ার্স ও কেদার যাদব। ২৭ বলে ৩ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৪৩ রানের ইনিংস খেলেন এবি। এরপর কেদার যাদবের ২৮ আর নেগির ৩৫ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে অধিনায়কচিত ইনিংস খেলেন রোহিত শর্মা। ৩৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রোহিত। ওপেনার পার্থিব পটেল কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার জস বাটলার ২১ বলে করেন ৩৩ রান। তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ৩ নম্বরে ব্যাট করতে নামা নীতিশ রানা। ২৮ বলে ২৭ রান করেই ফিরে যান তিনি। এরপর রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে মুম্বাই জয়ের স্বাদ পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।