কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে খুটাখালী বনবিট কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক ফরেষ্টারকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। ১৫ মার্চ রেঞ্জ কর্মকর্তা কাজী মুকাম্মেল কবির তাকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ফুলছড়ি রেঞ্জের দায়িত্ব হস্তান্তর করেন। এসময় ফুলছড়ি এসিএফ মো: ইউছুফ, নাপিতখালী বিট কর্মকর্তা আজমল হোসেন মন্ডল, রাজঘাট বিট কর্মকর্তা ছৈয়দ আমিনুর রহমান, বিভিন্ন বিটের স্ট্যাফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১২ মার্চ কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কেরামত আলী মল্লিক স্বাক্ষরিত অফিস আদেশ নং: ২৪ পত্র নং: ২২.০১.২২০০.৭৭১.০৫.১৯৬.১৭/৮১৫ স্মারক মূলে কর্মকর্তা কর্মচারীদের বদলীর নীতিমালা ২০০৪ এর আলোকে রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবিরকে বান্দরবান ফরেষ্ট রেঞ্জার ও খুটাখালী বনবিট কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক ফরেষ্টারকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে ফুলছড়ি রেঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তার নিয়োগ দেয়া হয়েছে। জানা গেছে, ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ৫ বনবিট রয়েছে। তৎমধ্যে রাজঘাট বিট, নাপিতখালী বিট, ফুলছড়ি বিট, খুটাখালী বিট ও মেদাকচ্ছপিয়া বিট রয়েছে। এসব বিট সমুহের মধ্যে সংরক্ষিত বনভূমি ৯,৩৩৪.৭৮ একর, রক্ষিত বনভূমি ৪২১.৮২ এবং মোট বনভূমির পরিমান ৯,৭৫৬.৬০ একর। এছাড়াও মেদাকচ্ছপিয়া বিটের ৩৮৭.৮৪ হেক্টর আরএফ ৮৬৬.৭১ একর, পিএফ ৯১.২৫ একর অথাৎ ৯৫৭.৯৬ একর বনভূমি বৃক্ষ সম্পদ, বন্য প্রাণী সংরক্ষন, চিত্তবিনোদন ও পর্যটন উন্নয়নের জন্য বন মন্ত্রনালয়ে বিজ্ঞপ্তি নং: পবমশা ৩-৩১/২০০৩/৩৫৬ মূলে মেধাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত হয়েছে। ন্যাশনাল পার্কের উন্নয়ন মূলক কার্যক্রম সম্পাদনের নিমিত্তে আইপ্যাক প্রকল্প, পরবর্তীতে ক্রেল প্রকল্পের সহযোগীতায় সিএমসি তৎসংশ্লিষ্ট বন সংরক্ষণ ক্লাব এফসিসি, এনএস প্রভৃতি বিবিধ ফোরাম গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক ফরেষ্টার সংরক্ষিত বনভূমির মালিকানা, নথিপত্রসহ বনভূমির ম্যাপ, পর্চা, গেজেট যথাযথ ভাবে সংরক্ষণ ও বনভূমি রক্ষায় সকলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।