যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ফেইসবুকে সরাসরি প্রচারের বিষয়টিতে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেইসবুকের এক অনুষ্ঠানে জাকারবার্গ বলেন, নিহতের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফেইসবুকের লাইভে এসে এক ব্যক্তিকে গুলি করে রবার্ট গুডউইন নামের আরেক ব্যক্তি হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনা ফেইসবুকে লাইভে নিজের অ্যাকাউন্টের মাধ্যমে হত্যাকারী নিজেই প্রচার করেছিলেন। কিন্তু সেই ভিডিও ফেইসবুক থেকে সরিয়ে নিতে দীর্ঘ সময় লাগায় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
জাকারবার্গ বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে তাদের আরো অনেক কাজ করতে হবে। ফেইসবুকের মেসেঞ্জারে তারা নতুন কিছু বিষয় সংযোজন করতে যাচ্ছেন।
জাকারবার্গ যে অনুষ্ঠানে বক্তব্য দেন, ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অন্য শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।