১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

ফের একই মাঠে নিউজিল্যান্ডকে হারাতে পারবে কি টাইগাররা?

নিউজিল্যান্ডের কার্ডিফের সুফিয়া গার্ডেনে বাংলাদেশের একটি সুখস্মৃতি রয়েছে। আর এই সুখস্মৃতিটা হচ্ছে ২০০৫ সালে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের একমাত্র জয়টি এসেছিল।
১২ বছর পর আবারও একই মাঠে ব্ল্যাক ক্যাটদের হারাতে পারবে কি টাইগাররা। কারণ টাইগাররা যদি তাদেরকে হারাতে পারে তাহলে বাংলাদেশকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দেখা যেতেও পারে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে প্রথম ম্যাচে ৩০০-র অধিক রান করেও বাংলাদেশকে হারতে হয় ইংল্যান্ডের কাছে। যদিও এদিন ব্যাটিংয়ে তামিম-মুশফিকরা জ্বলে উঠলেও বোলাররা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার সম্ভাবনা থাকলেও বৃষ্টির সুবাদে সৌভাগ্যক্রমে ১ পয়েন্ট পেয়ে যায় টাইগাররা। এজন্য কার্ডিফের সুফিয়া গার্ডেনে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। কারণ ম্যাচটি জিততে পারলে হয়তো বা চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও দেখা যেতে পারে টাইগারদের। এ কারণে ক্রিকটে বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে ব্যটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে উঠতে হবে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ২০০৫ সালের ওই সুখস্মৃতিটা বাংলাদেশ টিমকে ভালো খেলার অনুপ্রেরণা জোগাতে পারে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেকে।

আজ শুত্রুবার দুপুর সাড়ে তিনটায় নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।