২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফেসবুক পোস্টের কমেন্টেও রিঅ্যাকশন বাটন

সাম্প্রতিক সময়ে ফেসবুক তাদের সেবা আরো বৃদ্ধি করছে। কিছুদিন আগের এফ এইট সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নিত্যনতুন সেবা যুক্ত করতে হয়। না হলে অ্যাপলের মতো প্রতিষ্ঠানের বিক্রিও কমে যায়। মানুষ শুধু ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভাবে না, তাদের চাহিদা পূরণ না হলে শুধু ব্র্যান্ড নিয়ে পরে থাকে না।

তাই ফেসবুক নতুন সেবা হিসেবে নিয়ে এসেছে, পোস্টের কমেন্টেও রিঅ্যাকশন বাটন। এর ফলে ব্যবহারকারীরা পোস্টের কমেন্টে ইমোজি দিয়ে রিঅ্যাকশন দিতে পারবে, আগে যা শুধু ছিল শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে।

 


অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক দিন দিন যেখানে নতুন পরিষেবা নিয়ে আসছে, সেখানে ফেসবুক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। ফেসবুক শুধু এশিয় অঞ্চল নিয়ে ভাবে না। এশিয়ায় ফেসবুকের তেমন প্রতিদ্বন্দ্বী না থাকলেও ইউরোপ আমেরিকায় স্ন্যাপচ্যাট থেকে শুরু করে আরো অনেক সোশ্যাল নেটওয়ার্ক জনপ্রিয়। তাই বাজারে টিকে থাকতে ব্যবহারকারীদের পছন্দের গুরুত্ব দিতে হবে এটা ফেসবুক কর্তৃপক্ষ ভালোভাবে বুঝে গেছে।

তাই কমেন্ট অপশনেও রিঅ্যাকশন বাটন সুবিধা নিয়ে এলো ফেসবুক। এই সুবিধা পেতে হলে আপনার ফেসবুক অ্যাপটি হালনাগাদ থাকতে হবে। যদিও এটি একটি পরীক্ষামূলক সেবা, তবে ধরে নেয়া হচ্ছে এটা স্থায়ীভাবেই থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।