২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

ফেসবুকে বাংলায় স্ট্যাটাস দিল মেসির বার্সা

কদিন আগেই এক অবিশ্বাস্য ম্যাচ জিতে নিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ৪-০তে পিছিয়ে থেকেও পরের রাউন্ডে উঠেছে দলটি। বুধবার আরও একটি বিস্ময় উপহার দিয়েছে দলটি। এ বিস্ময় বাঙালিদের জন্য। অফিশিয়াল ফেসবুক পেজে বাংলায় স্ট্যাটাস দিয়েছে মেসির বার্সা।

তবে বাঙালিদের নিয়ে কিছু লেখা এবারই প্রথম নয়। বেশ কিছু দিন আগে ফুটবল ক্লাব বাংলাদেশি সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিল তারা। তবে তা ছিল ইংরেজি ভাষায়। তবে বুধবার তারা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একটি ছবিতে ক্যাপশন দিয়ে তারা বাংলায় লিখেছে, ‘আজ কেমন বোধ করছ?’

আর পোস্টটি দেয়ার পর মুহূর্তেই তাকে লাইক ও শেয়ারের ঝড় পড়ে। হাজার হাজার বাংলাদেশি বার্সাভক্ত তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন এক বাংলাদেশি রুশাদ রাসেল লিখেছেন, ‘অসাধারণ অনুভব করছি। ভিন দেশি পছন্দের এক ক্লাবের অফিশিয়াল পেজে এমন পোস্ট! ভাবতেই ভালো লাগছে। বার্সাকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।’

ফারজানা জহির পমি লিখেছেন, ‘প্রিয় ক্লাবের পেজে এমন পোস্ট দেখতে পেয়ে ভীষণ ভালো বোধ করছি।’ সাগর মাহমুদ শেখের অনুভূতি, ‘প্রথমে দেখে বিশ্বাস করতে পারছিলাম না?? এটা কি সত্যিই বার্সার অফিসিয়াল পেজ?’

শুধু সাগরই নয় এমন হাজারো বাঙালি নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেনি। হাজার মাইল দূরে অবস্থিত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার অনুভূতি দেখবে বাংলায় তা অনেকের কাছেই অবিশ্বাস্য। নিজেদের অনুভূতি প্রকাশ করেন কমেন্টসে। অনেকে বিস্মিত, কেউ বা বাকরূদ্ধ।

প্রসঙ্গত, বিদেশি ক্লাব পর্যায়ে অনেক আগে থেকেই বাংলায় স্ট্যাটাস দিয়ে আসছে লিভারপুল। ক্রিকেটেও তা দেখা গেছে। সানরাইজার্স হায়দরাবাদ, সাসেক্স ও পেশোয়ার জালমিও বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে বাংলায় স্ট্যাটাস দিয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।