বিশ্বের বড় বড় সব ক্লাব আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে পেতে বসে থাকে। অথচ মেসি ফ্রি’তে খেলতে চাইলেও তাকে দলে নেবে না তুরস্কের দ্বিতীয় বিভাগের দল আলতিনোর্দু।
তার্কিশ ক্লাবটি ইতোমধ্যে তরুণ ফুটবলারদের ক্লাবে ভিড়িয়ে বেশ পরিচিতি পেয়েছে। ক্লাবটি ২১ বছরের উর্ধ্বে কোনো ফুটবলারকে দলে রাখতে চাইছে না।
টারকিশ ক্লাব আলতিনোর্দুর চেয়ারম্যান মেহমিত সেয়িত ওজকান জানান, ‘আমি ক্লাবের নিয়ম ভঙ্গ করতে পারি না। যদি মেসি এই ক্লাবে ফি’তে খেলতেও চায়, আমি তাকে দলে রাখতে পারবো না। ক্লাবের নীতিগত বিষয় ভাঙতে চাই না।’
তবে, মেসিকে বিশ্বসেরা খেলোয়াড় হিসেবেই দেখছে তুরস্কের দ্বিতীয় বিভাগে খেলা এই দলটি। ক্লাবটির চেয়ারম্যান জানান, ‘মেসি বিশ্বসেরা ফুটবলার। তারপরও যদি মেসি আলতিনোর্দুর হয়ে ফ্রি’তে খেলতে চান, তবু আমি নিশ্চিতভাবে তা প্রত্যাখান করব। কিন্তু, আমি ক্লাবের তরুণ ফুটবলারদের ওপর বিশ্বাস রেখেছি। আমি তাদের ভালো সুযোগ করে দিতে চাই।’
ক্লাবটির সব খেলোয়াড়ই দেশের। ক্লাবটির চেয়ারম্যান ওজকান আরও যোগ করেন, ‘আমার লক্ষ্য এখন সুপার লিগ এবং ২০২৩ সালে ইউরোপিয়ান কাপে খেলা। তখন আমাদের ক্লাবের শতবর্ষ পূর্ণ হবে।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।