বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পূর্বঘোষিত কর্মসূচী পালন করা হয়েছে।
১৮মার্চ সকাল সাড়ে ১০টায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের হলরোমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতা তত্তাবধান করেন কলেজ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোঃ ইব্রাহীম খলিল ও প্রভাষকবৃন্দ। দুপুর ১২টায় বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাসের প্রভাষক শাহাব উদ্দিন,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষিকা আমিরুন নেছা,ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বারেয়া বিনতে বাদশা,আইসিটি প্রভাষক আব্দুল গফুর,ছাত্রী ফারহানা আক্তার,কহিনুর আক্তার,ছাত্র শেখ রাসেল ও পারভেজ মোশারফ প্রমুখ। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।