১১ মার্চ, ২০২৫ | ২৬ ফাল্গুন, ১৪৩১ | ১০ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

বঙ্গবন্ধুর জন্মদিনে ৬০৩৮২ স্থানে দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস ২০১৭ উপলক্ষে দেশের ৬০ হাজার ৩৮২ স্থানে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার সকাল ৯টায় একযোগে সারাদেশে এ কর্মসূচি পালিত হবে। দোয়া মাহফিল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কোরআন শিক্ষার মোট ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্রে এবং ইসলামিক মিশনের আওতায় ১৯টি এবতেদায়ি মাদ্রাসা ও ৩৯৫টি মক্তবে শিশুদিবস উপলক্ষে শুক্রবার সকালে একযোগে এ কর্মসূচি পালিত হবে।

কেন্দ্রীয়ভাবে রাজধানীর বায়তুল মোকাররমে মিলাদ ও মোনাজাত করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম’ শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই কর্মসূচি অনুষ্ঠিত হবে ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা কার্যালয় ও ৫৫০টি উপজেলা ও জোনাল অফিসে।

তাছাড়া দিবসটি উপলক্ষে গণশিক্ষা প্রকল্পের সব কেন্দ্রে সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের র‌্যালি, বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা সভা, হামদ-নাত, গজল, কবিতা আবৃত্তি, ইসলামিক ফাউন্ডেশন থিম সং পরিবেশনসহ সব মসজিদে ও গণশিক্ষার সব কেন্দ্রে মিলাদ-ক্বিয়াম, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ৫৯ হাজার ৯৬৮ জন শিক্ষক, ১৯ লাখ ৪১ হাজার ২০০ জন শিশু ও বয়স্ক শিক্ষার্থী এবং ইসলামিক মিশনের ৪১৪ জন শিক্ষক ও ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচেছ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।