২৪ অক্টোবর, ২০২৪ | ৮ কার্তিক, ১৪৩১ | ২০ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র   ●  কক্সবাজারে আদালত ঘেরাও করলো বৈষম্যবিরোধী ছাত্ররা   ●  আওয়ামী দোসরদের পক্ষে আইনি লড়াইয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা   ●  জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান   ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

কক্সবাজারে যুবলীগের জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় এড. সিরাজুল মোস্তাফা

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় যুব সমাজকে যুব শক্তিতে রূপান্তর করতে হবে

সংবাদ বিজ্ঞপ্তিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কক্সবাজার জেলা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তাফা বলেন, ৭৫-এর কালো রাত্রিতে জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা মধ্য দিয়ে স্বপ্ন সোনার বাংলাকে সাম্প্রদায়িক দুঃশাসনের পাকিস্তানের পরিনত করার অপপ্রায়াসে ধারাবাহিক অবৈধ স্বৈরশাসকরা বঙ্গবন্ধুর খুনিদের নানানভাবে পুরুস্কৃত করে রাষ্ট্রের স্বার্বভৌমত্ব বিপন্ন করেছে। জননেত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে সেই নারকীয় পরিবেশ থেকে জীবন-যাত্রা উপযোগি পরিবেশে পরিনত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক সু-শাসনের মধ্যে দিয়ে এ দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সমৃদ্ধি এবং গণ-মানুষের অধিকার সু-নিশ্চিত করে উন্নয়নের সর্বোচ্চ শিখরে উপনিত করেছেন। বাংলাদেশ আজ বিশ্বের বহু-দেশের রোল মডেল।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবতার খাতিরে, রাজনীতি করতে নয়। যারা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করতে চাচ্ছেন তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। এড. সিরাজুল মোস্তাফা আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দিতে যুবলীগ নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) কক্সবাজার শহীদ দৌলত ময়দানে বিকাল ৩টায় কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার- ২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা, এড. ফরিদুল আলম, সোনা আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসাইন তানিম।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা বাবুল ইসলাম বাহাদুর, জাহিদ ইফতেকার, এড. জিয়া উদ্দিন, হুমায়ুন কবির হিমু, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, রামু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, কক্সবাজার পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখার, যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া, আসাদ উল্লাহ, শাহেদ মোঃ এমরান, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকো, চকরিয়া উপজেলা যুবলীগ সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ কামাল, সেলিম উল্লাহ, কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিক, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম চেয়ারম্যান, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল সোহেল, এতে যুবলীগ নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুব উদ্দিন, মির্জা ওবাইদ রুমেল, মুবিনুল হক, ইমরুল কায়েস, ইব্রাহিম, আমির হোসেন, আনোয়ার, ইয়াছিন আরাফাত রিগ্যান, এড. নুরুল ইসলাম সায়েম, মোস্তাক, নজরুল, ওয়ার্ড কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, মুহাম্মদ ফারুক, মোনাফ সিকদার, সোহেল বড়–য়া, জসিম উদ্দিন আকাশ, সিরাজ, মুরাদ, মহি উদ্দিন, রিয়াদ, ভেট্টো, আব্দুল গফুর, সোহেল আরমান, এড. আরিফ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পৌর যুবলীগ নেতা শাহিন সরওয়ার।

আলোচনা সভার পূর্বে ১৫ আগস্ট ও ২১ আগস্টে বর্বরোচিত হামলায় সকল শহীদদের মাগফেরাত কামনা করে খতমে কোরআন, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের সৌজন্যে বঙ্গবন্ধুর জীবনালেখ্যে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।