বঙ্গোপসাগরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে এফ-৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ আছেন এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক নুর-ই আলম দ্য রিপোর্টকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বেলা ১১টা ১০ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
‘বেলা ১২টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এটি পতেঙ্গা উপকূল থেকে ছয় কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হতে পারে’ বলে ধারণা করেন তিনি।
নুর-ই আলম আরও বলেন, ‘বিমানটির পাইলট এখন পর্যন্ত নিখোঁজ আছেন। তার সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।’
বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিমানটি যুদ্ধ বিমান হলেও এটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।