২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বঙ্গোপসাগরে ১৬ জলদস্যু আটক, ৭ মাঝিমাল্লা উদ্ধার

 


কক্সবাজারের কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে বঙ্গোপসাগরের অভিযান চালিয়ে দস্যূতার শিকার ট্রলারসহ তের জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড ; এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত সাত মাঝিমাল্লাসহ গুলি ও ধারালো অস্ত্র।

রোববার রাত ৯টার দিকে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে ২৬ কিলোমিটার গভীর সাগরে এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব-জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. ওমর ফারুক। উদ্ধার করা হয়েছে, ২ রাউন্ড গুলি, ১০ টি চাপাতি, ১০ টি মোবাইল ফোন, নগদ ৬ হাজার টাকা। তবে আটক জলদস্যূ ও উদ্ধার মাঝি-মাল্লাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

লে. কমান্ডার ওমর ফারুক বলেন, মাছ ধরার ট্রলার লুট ও মাঝি-মাল্লাদের জিন্মি করে খবরে কোস্টগার্ডের একটি দল রোববার বিকালে কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেল থেকে গভীর সাগরে অভিযান চালায়। এসময় লুটের শিকার ট্রলারটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে ১৩ জলদস্যূকে আটক এবং জিন্মি ৭ মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “ এসময় ট্রলারটি তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলি, ১০ টি চাপাতি, ১০ টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা। ”

আটক জলদস্যূরা ও উদ্ধার মাঝি-মাল্লারা এখনো সাগরে কোস্টগার্ডের জাহাজের তত্ত্বাবধানে রয়েছে বলে জানান ওমর ফারুক।

তিনি জানান, অভিযানের ব্যাপারে সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।