২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বজ্রপাতে মা-ছেলেসহ ৭ জনের মৃত্যু

ফরিদপুরে আজ সোমবার কয়েকটি বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ সাতজনের মৃত্যু হয়েছে।
সালথা উপজেলায় মা-ছেলেসহ তিনজন, বোয়ালমারীতে দুইজন, সদর ও চরভদ্রাসন উপজেলায় একজন করে নিহত হয়েছে। এ সব ঘটনায় আহত হয়েছে তিনজন।
এর আগে রোববার বিকেলে এই জেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়। এই নিয়ে দুই দিনে মৃতের সংখ্যা দাড়ালো ১২ জনে।
ফরিদুপরের সালথা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফায়েকুজ্জামান জানান, সকালে বজ্রপাতে ভাবুকদিয়া গ্রামের গৃহবধূ হেলেনা বেগম ও তার শিশুপুত্র হেলাল মারা যায়। এ ছাড়া মো. মিলন নামে আরো একজন মাঠে কাজ করার সময় নিহত হয়েছে।
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এরা হলেন মোল্যাপাড়া জামে মসজিদের ইমাম আওয়াল ফকির (৪৮) ও একই গ্রামের উত্তরপাড়া ফরহাদ মোল্যা (৩৫)। এ সময় একটি গরু মারা যায়।
চরভদ্রাসনের ছমির ব্যাপারীর ডাঙ্গী এলাকায় জমিতে তিনজন দিনমজুর কাজ করার সময় বজ্রপাত হলে কাবুলের মৃত্যু হয়। কাবুলের বাড়ি কুষ্টিয়া জেলায়। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদের চরভদ্রাসন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, কবিরপুরে খেয়াঘাট এলাকায় বজ্রপাতে দিনমজুর মো. ওমর আলীর (৪৫) মুত্যু হয়েছে। তার বাড়ি নাটোর জেলায়। এ সময় আরেক দিনমজুর আহত হয়েছে।
এর আগে রোববার বিকেলে চরভদ্রাসন উপজেলায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন বজ্রপাতে নিহত হয়।
ফরিদপুরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বর্ষণের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
ফরিদপুর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ সুরজুল আমিন জানান, দিনভর থেমে থেমে ভারি ও মাঝারি বর্ষণের সঙ্গে বিদ্যুৎ চমকানি ও বজ্রপাত হয়েছে। তিনি জানান, মঙ্গলবার বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ জানান, বৃষ্টিতে মাঠের ফসলের তেমন ক্ষতি হয়নি। সবজি জাতীয় পণ্যের কিছুটা ক্ষতি হয়েছে। তিনি জানান, ব্যাপকভাবে বিদ্যুৎ চমকানোর কারণে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেছে, যা ফসলের জন্য প্রয়োজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।