২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বড় বাজার জামে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ


কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ বলেছেন, এখন অনেকেই নাম পাওয়ার জন্য দান করছে। কিন্তু তা আল্লাহপাকের দরবারে কবুল হবে না। এক হাতে দান করলে অন্য হাত জানতে পারবে না, এমন ভাবে আল্লাহ ওয়াস্তে দান-খয়রাত করতে হবে। তীব্র শীতে অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এতে অন্যরাও অনুপ্রাণিত হবে। ২২ জানুয়ারী সকালে বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও মুসল্লিদের যৌথ উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বড় বাজার মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীরর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠিথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য, সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী ও কক্সবাজার দোকান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সদস্য ফিরোজ আহমদ ওসমান ও মাহমুদুল হক কোম্পানী। বক্তারা বলেন, মসজিদ থেকেই মহানবী (সা.) যাবতীয় সমাজ ও রাষ্ট্র পরিচালনার কাজ করতেন। তাই এই ধারা অব্যাহত রাখতে হবে। ভাল কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করে সমাজে প্রতিষ্ঠা করতে হবে শান্তি। অনুষ্ঠান শেষে ৩শ’ শীতার্থ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল, চাদর ও গরম কাপড় বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।