বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও লুৎফুর রহমান কাজল বলেছেন, মাহে রমজানের এই সময়ে বন্যা দূর্গত এলাকার মানুষের মাঝে এখন নীরব দূর্ভিক্ষ চলছে। সাম্প্রতিক বন্যায় কক্সবাজারের উপকুলীয় এলাকা ধ্বংসস্তপে পরিণত হয়েছে। বাকখালী নদীর ভাঙ্গনের ফলে রামু ও সদর উপজেলার ১০ টি ইউনিয়নের হাজার হাজার মানুষ ঘর ও ভিটে ছাড়া হয়ে এখন খোলা আকাশের নিছে দিনাতিপাত করছে। তিনি অবিলম্ভে বাকখালী নদী শাসন কল্পে ব্যবস্থা গ্রহন ও বিধ্বস্থ রাস্তাঘাট মেরামত, বিভিন্ন পয়েন্টে নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে সাহায্যের দাবী জানিয়েছেন সরকারের প্রতি। গতকাল সোমবার বিকেলে বন্যা কবলিত এলাকা কাউয়ারখোপ, কচ্চপিয়া ও গর্জনিয়ায় দূর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় বিএনপির এই কেন্দ্রীয় নেতার সাথে ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আলী হোসেন কোম্পানী, কচ্চপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৌলানা মোক্তার আহমদ, উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা ছুরত আলম চৌধুরী, বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, রামু উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফোরকান আহমদ, কাউয়ারখোপ বিএনপির সভাপতি বদরুল হুদা মেম্বার, গর্জনিয়া বিএনপির আহবায়ক আব্দুল আলিম, রামু উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ ইকবাল, কাউয়াখোপ বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মামুন, কচ্চপিয়া বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম, বিএনপি নেতা মাষ্টার শামশুল আলম, টিপু সুলতান চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহ নূর উদ্দিন বাবু, সাবেক যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন, রেজাউল করিম টিপু, বিএনপি নেতা নজরুল ইসলাম, ছৈয়দুল হক, রামু উপজেলা ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা ফরিদ মেম্বার, জিল্লু চৌধুরী, জয়নাল আবেদীন টুকু, যুবদল নেতা ওবাইদুল হক, শাহীনুল ইসলাম শাহীনসহ বিপুল সংখ্যক বিএনপি. যুবদল. ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে পৌরসভার বন্যা দূর্গত এলাকা কুতুবদিয়াপাড়া, চৌধুরী পাড়া, ডিকপাড়ায় লুৎফুর রহমান কাজলের প্রদত্ত ত্রান বিতরন করেছেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম-আহবায়ক শাহাদত হোসেন রিপন, ছাত্রদল নেতা ইনজামামুল হক, আসিফুল হাসান সিফাত, মোহাম্মদ আরমান প্রমূখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।