বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, মাহে রমজানের এই পবিত্র মাসে বন্যা দূর্গত এলাকার মানুষ এখনো স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারেনি, তারা এখনো কঠিন সময় অতিক্রম করছে। সরকার বন্যা দূর্গতদের পর্যাপ্ত সাহায্য সহযোগিতা করে নাই। যে কারনে বন্যা দূর্গতরা মানবেতর জীবন যাপন করছে। তিনি সরকার ও বেসরকারী পর্যায়ের ত্রান কে অপ্রতুল উল্লেখ করে আরও বলেন, দূর্গত এলাকার মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও এগিয়ে আসার আহবান জানান। গতকাল পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামে সম্প্রতি সংঘটিত স্মরনকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল উপরোক্ত কথাগুলো বলেন। পিএমখালী বিএনপির উদ্যোগে আয়োজিত এই ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ নূর সওদাগর, যুগ্ম-আহবায়ক হাজী আব্দু রহিম, ইউনিয়ন বিএনপির সাধারণ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক শামশুল হক, সদর উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আব্দুল্লাহ্, মোহাম্মদ মাছন, যুবদল নেতা শহিদুল হক পুতু, ফরিদুল আলম, ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ আব্দু শুক্কুর, ফরিদুল আলম, মনজুর আলম, নুরুল আজিম, লুৎফুর রহমান, এরশাদ উল্লাহ্, ফারুখ, আয়াছ মিয়া, জহির উদ্দিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।