২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বর্তমান বিশ্বে মহামতি গৌতম বুদ্ধের বাণী অত্যন্ত প্রাসঙ্গিক

লোভ, হিংসা এবং কামনার কারণে বিশ্বে আজ যত পাপ, অনাচার, অত্যাচার, হিংসাহিংসি, রক্তারক্তি এবং অন্যায় হচ্ছে। মহামতি গৌতম বুদ্ধ এসব রিপু থেকে দূরে থাকার শিক্ষা মানুষকে দিয়েছেন। বুদ্ধের এই শিক্ষা এবং পঞ্জনীতি মানুষ পালন করলে বিশ্বে আজ এত হত্যা, রক্তপাত এবং অন্যায় হতনা। তাই বর্তমান বিশ্বে মহামতি গৌতম বুদ্ধের বাণী অত্যন্ত প্রাসঙ্গিক। বৌদ্ধধর্ম বস্তুগত কোন বিষয়, এটা গভীর এক দর্শন। এটা বুঝতে হলে অগাধ জ্ঞানের প্রয়োজন আছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে গৌতম বুদ্ধের বাণীকে ধারণ করে জাতি, ধর্ম নির্বিশেষে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (১০ মে) বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কক্সবাজার সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে বেলা তিনটার দিকে শহরের অগ্গমেধা ক্যাং থেকে বর্ণাঢ্য মৈত্রী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সেখান থেকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। এরপর সাংস্কৃতিক কেন্দ ্রমিলনায়তনে অনুষ্ঠিত হয় শুভ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান।

রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের’র সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহম্মদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার কক্সবাজার জেলার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার পলিটেকনিক কলেজের অধ্যক্ষ প্রদীপ খীসা বিশেষ অতিথির বক্তব্য দেন।

আমাদের রামু ডটকম সম্পাদক ও রামু সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষুর সঞ্চালনায় সভায় প্রধান ধর্মদেশকের ধর্মদেশনা দান করেন উখিয়া শৈলরঢেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কুশলায়ন মহাথের। ধর্মদেশনা করেন ভদন্ত জীনানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানপ্রিয় থের, ভদন্ত জ্যোতিসেন থের, ভদন্ত প্রজ্ঞাপাল থের।

অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন বাদল বড়ুয়া, এডভোকেট রাখাল বড়ুয়া, এডভোকেট সুনীল বড়ুয়া, মাষ্টার বোধিমিত্র বড়ুয়া, রবীন্দ্রনাাথ বড়ুয়া, দীপক বড়ুয়া, বাবুল বড়ুয়া, দিপংকর বড়ুয়া পিন্টু, বংকিম বড়ুয়া, অশোক কুমার বড়ুয়া প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।