সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন-বর্তমান সরকার ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশে উদার ও অসম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।ইসলাম শান্তি,সাম্য,ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণ শিক্ষা দেয়।মহানবী (সঃ) এর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানবজাতির ইহকাল ও পরকাল মুক্তিপাবে। তিনি বলেন- সরকার ধর্মীয় জনগোষ্ঠির মানমর্যাদার সুরক্ষা এবং নির্বিঘ্নে আচার অনুষ্ঠান পালন ভ্রাতৃবোধ ও ধর্মীয় সম্প্রতি গড়ে তোলার ক্ষেত্রে নানামুখী কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশ সাম্প্রাদায়িক সম্প্রীতির এক উজ্জল দ্ষ্ঠৃান্ত। এখানে ইসলাম ধর্মের নামে সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গি অপতৎপরতা চালাবে তাদের সমুলে নির্মুল করার আহবান জানিয়ে তিনি বলেন -সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১২ জানুয়ারী জু’মার নামাজের পর পৌরসভার ৭ নং ওর্য়াডে দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থ বাঁচামিয়াঘোনা জামে মসজিদের বার্ষিক ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসজিদ পরিচালনা কমিঠির সভাপতি মাওলানা সলিমুল কালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. মীর মোশাররফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক আপন কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ বি ছিদ্দিক খোকন,৭ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি জাফর আলম,সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, শহর সেস্বাসেবকলীগের সহ-সভাপতি বাবুল হোসাইন রনি, বৃহত্তর রুমালিয়াছড়া আশুরঘোনা বাঁচামিয়াঘোনা সভাপতি আবদুল লতিফ,জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, বাঁচামিয়াঘোনা জামে মসজিদের মুতওয়াল্লি রহমত উল্লাহ রিজা সহ প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।