শনিবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
যুগ্ম কমিশনার (ডিবি) বলেন, নারী লাঞ্ছনার বিষয়টি তদন্ত করবে একটি কমিটি। অন্য কমিটি পুলিশের ভূমিকা ও দায়-দায়িত্ব খতিয়ে দেখবে। এছাড়াও সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
তিনি জানান, লাঞ্ছনাকারী কাউকে এখনও শনাক্ত করা যায়নি। লাঞ্ছনার শিকার কোনো নারীকে খুঁজে পাওয়া যায়নি।
ডিএমপির মুখপাত্র আরও বলেন, ওই দিনের ঘটনার শিকার নারীদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এক্ষেত্রে তাদের পরিচয় গোপন রাখা হবে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও সহায়তা চেয়েছেন তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।