জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য ‘বর্ষবরণ’ উৎসবের আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতীয় প্রেসক্লাব।
প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য খৈ, মুড়ি, বাতাসা ও পায়েসের আয়োজন করা হয়েছে। থাকবে পতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে প্রেসক্লাবের সদস্যদের ছেলেমেয়েদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করছেন। অন্যদিকে পহেলা বৈশাখ উপলক্ষে দুপুর ১টা থেকে প্রেসক্লাব সদস্য ও পরিবার সদস্যদের জন্য বিশেষ খাবার পরিবেশ করা হবে।
বর্ষবরণ আয়োজন সম্পর্কে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, বর্ষবরণ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। বাংলার ঐতিহ্যের আদলে সাজানো হয়েছে প্রেসক্লাবকে। পাশাপাশি গ্রাম-বাংলার মতো করে জাতীয় প্রেসক্লাবে দিনভর চলবে পুথি পাঠের আসর, জারি-সারি এবং লাঠি খেলার আয়োজন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।