প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ কক্সবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২৯শে মে বোধবার এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি আদনান আবির ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাখাওয়াত রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবির চৌধুরী আকিল’কে সভাপতি ও মোঃ আবদুল আজিজ নিরব’কে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়।
১২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি আনাছুল হক, ইফতি সামউল আহমেদ, আরিফুল ইসলাম সোহাগ, তারেকুল ইসলাম তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম পাশা, মোহাম্মদ নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক ফরিদুল আলম, প্রচার সম্পাদক জয় পাল, সদস্য মোহাম্মদ জিয়া।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।