২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘৫০ ফুট সুড়ঙ্গ’

ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদ্য কাটা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ের তুরা সেক্টরে বুধবার পাহারা দেয়ার সময়ে একটি পাহাড়ের ঢালে দেখতে পাওয়া যায় সুড়ঙ্গটি। জায়গাটির নাম গুজংপাড়া। ওই এলাকাতে ঘন জঙ্গল রয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভেতরে গিয়ে দেখা যায় যে সেটি কাঁটাতারের বেড়ার দিকেই এগিয়েছে প্রায় ৫০ ফুটের মতো। সুড়ঙ্গটি সবেমাত্র কাটা হচ্ছিল, তার মাটি এখনও আলগা রয়েছে।

সুড়ঙ্গের মুখটি পাওয়া গেছে বাংলাদেশ থেকে নেমে যাওয়া একটি পাহাড়ের ঢালে।

বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের আইজি পি. কে. দুবে বিবিসিকে বলেছেন, ‘সুড়ঙ্গটি প্রায় ৫০-৬০ ফুট পর্যন্ত কাটা হয়েছে। মাটিও আলগা রয়েছে, অর্থাৎ সপ্তাহখানেকের মধ্যে এটি কাটা হয়েছে বলে মনে হচ্ছে। তবে সীমান্তের কাঁটাতারের তলা দিয়ে বাংলাদেশ অবধি পৌঁছতে হলে আরো প্রায় ৫০ ফুট মতো কাটতে হতো।’

কী কারণে সীমান্তের কাছে সুড়ঙ্গ কাটা হচ্ছিল তা নিয়ে বিএসএফ তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার ঘটনাস্থলেও গিয়েছিলেন বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাথমিকভাবে বিএসএফ ধারণা করছে, গরু বা মানুষ পাচার- দুই কাজেই ব্যবহার করার জন্য কাটা হচ্ছিল সুড়ঙ্গটি।

তবে বিএসএফের কয়েকটি সূত্র আবার বলছে, সুড়ঙ্গটা মাত্র তিন ফুট মতো চওড়া। তা দিয়ে গরু পাচার কার্যত অসম্ভব। হামাগুড়ি দিয়ে মানুষ ঢুকতে পারে বড়জোর।

আর ওই এলাকায় যেহেতু জঙ্গীগোষ্ঠীগুলো সক্রিয়, তারাও নিজেদের ব্যবহারের জন্য এই সুড়ঙ্গ কাটছিল- এমনটাও হতে পারে বলে সূত্রগুলো জানাচ্ছে।

তারা বলছেন, সীমান্তের ওপারে বাংলাদেশের শেরপুর জেলার কর্ণঝোড়ায় বিজিবির সীমান্ত চৌকি আছে। সেখানে অবস্থানরত ২৭ নম্বর বিজিবি ব্যাটালিয়নকে বিষয়টি জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।