২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়ায় আয়কর ক্যাম্পের উদ্বোধনে মেয়র আলমগীর চৌধুরী

বাংলাদেশে উন্নয়নের চাকা সচল রাখতে হলে সকলকে আয়কর প্রদানে এগিয়ে আসতে হবে

এম.জিয়াবুল হক,(চকরিয়া): আয়কর বিভাগের আয়োজনে গতকাল বুধবার কক্সবাজারের চকরিয়ায় আয়কর ক্যাম্প ২০১৭ অনুষ্টিত হয়েছে। এদিন বেলা ১১টায় চকরিয়া পৌরশহরের ওয়েস্ট্রার্ণ প্লাজা মার্কেটে চকরিয়া সার্কেল ৮৮ ও কর অঞ্চল-৪ চট্টগ্রামের উদ্যোগে এ ক্যাম্প অনুষ্টিত হয়েছে। চকরিয়া উপজেলা কার্যালয়ের অতিরিক্ত সহকারী কর কমিশনার কাজী সাদেক হোসেনের সভাপতিত্বে ও পরিদর্শক আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কর কমিশনার (সার্কেল ৮৪) জ্ঞানেন্দু বিকাশ চাকমা। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর পরিদর্শী মফিজ উল্লাহ, পরিদর্শক (কক্সবাজার) শ্রাবণী চাকমা, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর, চকরিয়া পৌর কাউন্সিলর মুুজিবুল হক, ব্যবসায়ী নাসিমুল হক, মুজিবুর রহমান, কুতুব উদ্দিন, খলিল উল্লাহ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠাণে প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকারের জাতীয় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও স্বনির্ভর বাংলাদেশে উন্নয়নের চাকা সচল রাখতে হলে প্রত্যেককে আয়কর প্রদানে এগিয়ে আসতে হবে। নিয়মিত কর পরিশোধ করলে যেমনকি একজন মানুষ সফলতা অর্জন করতে পারে তেমনি সরকার রাজস্ব আয়ের মাধ্যমে অর্জিত অথৈর বিনিময়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা সচল রাখতে পারবে। অনুষ্ঠানে ৪৫ জন ব্যবসায়ীকে আয়কর সনদ প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।