নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দিন ব্যাপি ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান বৃহস্পতিবার বাইশারী বাজার চত্বরে সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৫ টায় সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতায় মধ্যম বাইশারী আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানা, ঈদগড় চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা, কাপ্তাইশিয়া শাহ্ সিরাজুর রহমান হেফজখানা ও নুরানী একাডেমী, করিয়ামুরা হেফজখানা, লম্বাবিল তা’লিমুল কোরআন নুরানী একাডেমীর মোট ৪৪ জন শিক্ষার্থী তাহফিজুল কোরআনের ৪টি বিষয়, হামদ-নাত ও ইসলামী সংগীত এবং উপস্থিত বক্তব্যে অংশগ্রহন করেন।
রেনেসা শিল্পী গোষ্ঠীর পরিচালক মো: আমানুল হকের পরিচালনায় বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো: সেকান্দর ও হাফেজ মাওলানা শফিকুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মো: আবুল কালাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা আব্দুর রহমান ইবনে আউফ (রা:), হেফজখানা ও রহমানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মঞ্জুরুল ইসলাম, বাইশারী বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো: নুরুল ইসলাম, মাওলানা মো: আলম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ সহ আরো অনেকে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।