দীর্ঘ এক যুগ পর অবশেষে সম্পন্ন বাইশারী ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও কাউন্সিল। পেল নতুন নেতৃত্ব। গত বুধবার সবার সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি পদে শামশুল আলম, সাধারন সম্পাদক নুরুল আলম, যুগ্ন সম্পাদক মোঃ ইউনুছ ও সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ঘোষনার পূর্বে আবেগ ধরে রাখতে না পেরে হু হু করে কেঁদে উঠেন বিদায়ী সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। এসময় নেতাকর্মীরা হয়ে পড়েন নিরব-নিস্তব্ধ।
২৫ জানুয়ারী দুপুর ২টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলেেনর মধ্য দিয়ে শুরু হয় যুবলীগের কাউন্সিল ও সম্মেলন। সাবেক যুবলীগ সাধারন সম্পাদক আবু জাফরের পরিচালনায় সাবেক যুবলীগের সভাপতি ও বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের সভাপতিত্বে কাউন্সিল ও সম্মেলন উদ্বোধন ঘোষনা করেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন।
কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইরি মার্মা, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, আওয়ামীলীগ নেতা শফিউল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আবু তাহের কোম্পানী, তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মোঃ ইমরান, জেলা যুবলীগ আহবায়ক মোঃ হোসেন, যুগ্ন আহবায়ক ওমর ফারুক, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক হোছন আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মংথোয়াইলা মার্মা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।