৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

বাইশারীতে জাতীয় শিশু দিবস পালিত

___- ____ ____
“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার, আমরা হবো তার আদর্শের উত্তরাধীকার” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটের সময় বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাং কামাল হোছাইনের নেতৃত্বে এবং সকাল ৯ ঘটিকার সময় বাইশারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে বিশাল র‌্যালি বের করা হয়। উক্ত পৃথক পৃথক র‌্যালি বিদ্যালয়ের প্রাঙ্গন হতে শুরু হয়ে বাইশারী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূনরায় বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উক্ত পৃথক পৃথক র‌্যালিতে হাজারো শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় বাইশারীর আকাশ বাতাস স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
উক্ত পৃথক পৃথক বিশাল র‌্যালিতে হাজারো শিক্ষার্থী ছাড়াও অংশগ্রহন করেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলম, ইউনিয়ন যুবলীগ ও বাইশারী বাজার সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, বাইশারী উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মৌলানা আব্দুর রহিম, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবু জাফর, বাইশারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইয়াহিয়া চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক হরি কান্ত নাথ, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মিজানুর রহমান, পিএইচপি রাবার প্রোডাক্ট লিঃ এর সিনিয়র সুপারভাইজার নুরুল আলম প্রমুখ।
র‌্যালিত্তোর জাতীয় শিশু দিবস উপলক্ষে বাইশারী উচ্চ বিদ্যালয় এবং বাইশারী সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বাইশারী উচ্চ বিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থী ও বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসাবে পুরুস্কার প্রদান করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।