১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বাইশারীতে পুলিশ-সন্ত্রাসী ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ

বন্দুকযুদ্ধবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রাবার শিল্প এলাকা খ্যাত বাইশারী ইউনিয়নের হরিণখাইয়া এলাকায় পুলিশ- সন্ত্রাসীর মধ্যে ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। একটি রাবার বাগানের কয়েকজন শ্রমিককে চাদাঁরদাবীতে হত্যা ও বাসা-বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দিতে আসা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গেলে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ-জনতার পক্ষে হতাহত না হলেও সন্ত্রাসীদের বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ সুত্র গুলো দাবী করেন।

ঘটনাটি ঘটেছে গত ২০ নভেম্বর রাত সাড়ে ১২ টায় বাইশারী নাজমা খাতুন রাবার বাগানের ১১নং প্লট এলাকায়।

বাইশারী তদন্ত কেন্দ্রের আইসি ও অভিযানে নের্তৃত্বদানকারী এসআই আবু মুছা জানান, খবর পেয়ে তিনি দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে বাইশারী থেকে অন্তত: ৫/৬ কিলোমিটার পাহাড়ি জনপদ হরিনখাইয়া নাজমা খাতুন রাবার বাগান এলাকায় যান।

এ সময় তিনি সন্ত্রাসীদের আঁচ করতে পেরে প্রায় ১ ঘন্টার ব্যবধানে ১৭ রাউন্ড গুলি ছুঁড়ে। বিপরীতে সন্ত্রাসীরাও পুলিশকে লক্ষ্য করে ২০ থেকে ২২ রাউন্ড গুলি ছুঁড়েছে দাবী করে তিনি বলেন, ঘটনাটি অনেকটা পুলিশ- সন্ত্রাসী বন্দুক যুদ্ধই। তার ধারনা সন্ত্রাসীদের পক্ষে হতাহত হতেও পারে। তিনি আরো জানান, রাবার শ্রমিকদের নিরাপত্তা দিতে গিয়েই তারা মূলত গুলি ছুড়ে।

নাজমা খাতুন রাবার বাগানের ব্যবস্থাপক আল-আমিন জানান, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীদের একটি দল গত কিছু দিন ধরে তার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল। সর্বশেষ তাদের চাঁদা প্রদানের দাবী’র শেষ সময় ছিল গত রোববার।

এ কারণে তারা পূনরায় তার নিয়ন্ত্রিত নাজমা খাতুন রাবার বাগানের ফিল্ড অফিসে গিয়ে তিন শ্রমিককে অমানবিক মারধর করে। এতে ৩ শ্রমিকই আহত হন। আহতরা হলেন, পাহারাদার আলমগীর (২৭), মংপ্রু মার্মা (৩৬), মশৈনু মার্মা (২৮)। আহতের স্থানীয় বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, মারধরের পর সন্ত্রাসীরা সামান্য দূরে অবস্থান করার সুবাদে আহত শ্রমিকরা মোবাইল ফোনে পুলিশকে ঘটনার কথা জানান। আর খবর পেয়ে পুলিশ দ্রূত ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের মুখোমূখি হন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ তৌহিদ কবির জানান, তিনি ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ টহল পাঠিয়ে দ্রুত ব্যবস্থাও নিয়েছেন। আর ভবিষ্যতে রাবার বাগান মালিক বা শ্রমিকদের হত্যার হুমকির বিষয়ে নিরাপত্তা দিতে তিনি পরিকল্পনা করছেন- কি ব্যবস্থা নেওয়া যায়। তবে পুলিশ এ বিষয়ে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।