২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ | ২৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

বাইশারীতে পুলিশের অভিযানে ডাকাত সর্দার আনাইয়া গ্রেপ্তার

index

বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী আনোয়ার প্রকাশ আনাইয়া ডাকাত কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আনাইয়া ডাকাত ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা মৃত আব্দু ছোবহান ও মাতা ছুরনি বেগমের পুত্র আনোয়ার (২৮)। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোপন সংবাদ পেয়ে গতকাল গভীর রাতে দক্ষিণ বাইশারী রাবার বাগানের স্টাপ কোয়াটার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় আনাইয়া ডাকাত তার অন্যান্য সহযোগিদের নিয়ে গোপন বৈঠক করছিল। গ্রেপ্তার হওয়া আনাইয়া ডাকাতের বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা ও কক্রবাজারের রামু চকরিয়া থানায় অর্ধ ডজন খুন, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ ,রাবার বাগান মালিক,ম্যানেজারসহ স্থানীয়রা জানান,আনাইয়া ডাকাত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাবার বাগান, ঠিকাদারী কাজ, বাইশারী ইদগড় ঈদগাঁও সড়কে খুন খারাপি, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপকর্মে জড়িত রয়েছে। আনাইয়া ডাকাতের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তির নি:শ্বাস ফেলে । অনেক লোকজন কে আবার মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। গতকাল বুধবার সকাল ১০ টার দিকে গ্রেপ্তার আনাইয়া ডাকাত কে চাঁদাবাজি ও ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বান্দরবান আদালতে প্রেরণ করেন। উল্লেখ্য ২০১৪ সালে গ্রেপ্তার আনোয়ার ডাকাত বিভিন্ন রাবার বাগানে মালিক ও ম্যানেজারদের নিকট মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছিলো । তার কথা মত চাঁদা না দেওয়ায় বিভিন্ন রাবার বাগানের কোটি কোটি টাকার রাবার গাছ কেটে সাবাড় করে ফেলেছিলো। ঐসময় পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার পুর্বক জেল হাজতে প্রেরন করেছিল । জেল থেকে বের হয়ে আবারো পূর্বের অপকর্ম শুরু করেছে বলে পুলিশ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।