২৮ এপ্রিল, ২০২৫ | ১৫ বৈশাখ, ১৪৩২ | ২৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

বাইশারীতে প্রাইমারী সমাপনী পরীক্ষায় শিখন স্কুলের চমকপ্রদ সাফল্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্গম জনপদ বাইশারীতে পিইসি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য দেখিয়ে চমকে দিয়েছে কমিউনিটি ডেভলাপম্যান্ট কোডেক শিখন প্রকল্পের হলুদ্যাশিয়া শিখন স্কুল। সদ্য প্রকাশিত ফলাফলে পিইসি পরীক্ষায় উক্ত শিখন স্কুলের ২৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন অ+ ১৮ জন অ এবং ৩ জন শিক্ষার্থী অ- পেয়ে শতভাগ পাশ করে। অ+ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- রাশেদা বেগম, রিপা সুলতানা, তসলিমা আক্তার, জাহেদুল ইসলাম এবং মোঃ আরমান।
একজন মাত্র শিক্ষক দিয়ে পরিচালিত কোডেক শিখন স্কুলে চমকপ্রদ সাফল্যে অভিভাবক ও এলাকাবাসীরা শিক্ষিকা শাইকা নাসরিন মেরিন কে অভিনন্দন জানান। অভিভাবক ও স্কুল সভাপতি জমিলা খাতুন জানান, শিক্ষিকা মেরিন সহ এলাকাবাসীর আন্তরিকতার ফসল এই রেজাল্ট।
স্থানীয় বাসিন্দা সাবেক প্রধান শিক্ষক মাষ্টার জাফর আলম বলেন, ছোট্ট একটি মাটির ঘরে এমন সাফল্য সত্যি অভাবনীয়। এনজিও ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কোডেক হলুদ্যাশিয়া শিখন স্কুলের শিক্ষিকা শত প্রতিকূলতাকে উপেক্ষা করে অজপাড়া গাঁয়ে শিক্ষা আলোর প্রদ্বীপ জ্বালিয়ে যাচ্ছে বছরের পর বছর। তিনি আরো বলেন, শিখন স্কুলের এ সাফল্যে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক এবং ইউনিয়নের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ কল্পে বিশেষ কাজ করবে।
শিক্ষিকা শাইকা নাসরিন মেরিন বলেন, এ সাফল্য আমার নিজের নয় বরং এ সাফল্য স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকদের। তিনি আরো বলেন, কোডেক শিখন স্কুলে শিক্ষার্থীরা মাটিতে বসেই পড়ালেখা করে। নেই বসার বেঞ্চ। তাই তিনি স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।