বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দৈনিক প্রিয় চট্টগ্রাম ও বাঁকখালীর বাইশারী প্রতিনিধি। গত রোববার রাতে স্থানীয় একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর থেকে আবদুর রশিদের পেটে সমস্যা দেখা দিতে থাকে।
দৈনিক হিমছড়ির বাইশারী প্রতিনিধি মুফিজুর রহমান বলেন, অসুস্থ সংবাদকর্মীকে নিজ বাসায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তাঁর রোগ মুক্তি কামনায় পরিবার ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।