২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বানভাসি মানুষের দুয়ারে ছাত্রলীগের নেতাকর্মীরা

মানুষ মানুষের জন্য। এই কথাটি চিরন্তন সত্য। মানুষের বিপদে মানুষ চিরকালই এগিয়ে এসেছে। ভালোবেসে সারাজীবন কেউ না কেউ অসহায় মানুষদের পাশে দাঁড়াবে এটাই অসহায় দুস্থ মানুষদের চাওয়া। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়ার বন্যা কবলিত অনেক মানুষ এখনো বিশুদ্ধ পানীয় জল এবং খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। বন্যার পানি ঘর থেকে নামলেও বন্যার ভয়াবহ স্মৃতি ভুলতে পারেনি বানভাসি মানুষ।
আর এসব বিপন্ন মানুষের পাশে ত্রাণ নিয়ে ছুটে চলেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম। সর্বশেষ গত শনিবার দিনব্যাপি রামুর দুর্গম কাউয়ারখোপ, কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়নে আঁকা বাঁকা পথ পাড়িয়ে, কাঁদা মাটি মাড়িয়ে দূর্গতের মাঝে তিনি ত্রাণ নিয়ে ছুটে যান। তাঁকে কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে নিজেদের দু:খের কথা জানাচ্ছেন। বানভাসি মানুষের নিবেদন ও অভিযোগ নিজেই অধির আগ্রহে শোনেন তানিম।


এ ব্যাপারে জানতে চাইলে মোরশেদ হোসাইন তানিম বলেন, ‘দেশরতœ শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন কক্সবাজার ছাত্র সমাজের আস্তা এবং প্রিয় অভিভাবক প্রশন্ত ভূষণ বড়ুয়ার নির্দেশে-কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে চকরিয়া, পেকুয়া ও রামুতে বন্যাকবলিত মানুষের খোঁজ খবর নিয়ে আমরা ত্রাণ বিতরণ করেছি। বাকি উপজেলা গুলোতেও আমরা কার্যক্রম চালাবো।’
এদিকে মোরশেদ হোসাইন তানিম যখন শনিবার (৮জুলাই) রামুর গর্জনিয়া, কচ্ছপিয়া ও কাউযারখোপ ইউনিয়নে ত্রাণ নিয়ে বানভাসি মানুষের দুয়ারে দুয়ারে ছুটে যান-সেই সময় তাঁর সঙ্গে ছিলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান ইকবাল রিপন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক জমির হোসেন, উপঅর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা, সহ-সম্পাদক কপিল উদ্দিন রিপন, সদস্য হোসাইন মাহামুদ রিফাত, কক্সবাজার কলেজ ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন, শহর ছাত্রলীগনেতা হোসাইনুল ইসলাম বাপ্পি, সদর উপজেলা ছাত্রলীগ নেতা কাজী তামজিদ,
রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, মিটুন চন্দ্র নাথ, অনীক বড়–য়া, মোরশেদ আলম, শৌরব বড়–য়া, মোঃ রিয়াদ, তপু বড়–য়া, আবদুল্লাহ আল নোমান বাপ্পি, রামু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবি, গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি শাহরান চৌধুরী মারুফ, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আয়াছ, নুরুল আজিম, আবু হান্নান, মোহাম্মদ আরিফ, আবদুল্লাহ আল মারুফ, ইকবাল হোসাইন স্বাধীন, ইনজামাম উল হক চৌধুরী, আজিজ মওলা, ফরহাদুল ইসলাম সিকদার, সোহেল, রাহাত, জাহিদ, শাহাদাৎ, জনি,
কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হেলাল উদিন সিকদার, সাধারণ সম্পাদক লবা কর্মকার, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম, ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ, আজিজুল হক রুবেল, মেহেদী হাসান, কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাকিম হিমেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান, বাইশারি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রিপন,
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলা সভাপতি একরামুল হক ইয়াছিন, সহসভাপতি বেলাল উদ্দিন কায়েস, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব রায়হান, সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম চৌধুরী, সাংগঠনি সম্পাদক সাকিল বিন হোসাইন, সদস্য ওমর ফারুক প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।