১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১১ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

বান্দরবানে টমটম গাড়ি গতিরোধ করে ৪ জনকে অপহরণ

Apoharon2015050820195520150803195923
বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাজা সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা একটি ব্যাটারী চালিত গাড়ির গতিরোধ করে ৪ জনকে অপহরণ করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে সড়কের ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।

অপহ্রতরা হলেন জাকির আলম (৩৫), জাবের আহম্মদ (৫০), মনহর আলী (৬০) ও কালু পুতু (৩৮)। পুলিশ জানায়, রাতে চকরিয়ার দুলহাজারা বাজার থেকে ব্যাটারি চালিত গাড়ি টমটম করে হারগাজা এলাকায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাদের অপহরন করে নিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ অপহ্রতদের উদ্ধারে অভিযানে নেমেছে। ঘটনার পর পরই স্থানিয়রা ধাওয়া করে ২ জন অপহরকারীকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানিয় ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, সন্ত্রাসীরা রাতে সড়কে গাছ ফেলে ব্যটারী চালিত গাড়ির গতিরোধ করে ৪ জনকে অপহরণ করে নিয়ে যায়। পরে ঐ গাড়ির চালক মনু মিয়া বাজারে এসে ঘটনাটি জানালে স্থানিয়রা অভিযানে নামে।

তাৎক্ষনিক অভিযানে অজ্ঞ্যাত দুজন অপহরণকারীকে স্থানিয়রা আটক করতে সমর্থ হয়েছে। তাদের আটক করে হারগাজা বাজারে নিয়ে আসা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই স্থানিয়রা অপহরণকারীদের ধাওয়া দিয়ে ঘিরে ফেলে ও দুজন অপহরণকারীকে আটক করেছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

অপহ্রতদের উদ্ধারে সর্বাত্তক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি। গত সপ্তাহে বাইশারী সড়কে জিপ গাড়ি গতিরোধ করে সন্ত্রাসীরা ৩ জন রাবার বাগানের শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। ৪ দিন পরে তারা মুক্তিপণ দিয়ে ছাড়া পায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।