নুরুল আলম রাজা, বান্দরবান: হিন্দু ধর্মাবলম্বীদের শ্যামাপূজার আগের দিন বান্দরবানে কেন্দ্রীয় দুর্গা মন্দিরে মাটির বেদির ওপর (হিন্দুদের ঘট বসানোর স্থান) ভেসে উঠেছে রামকৃষ্ণের প্রতিচ্ছবি।
বুধবার সন্ধ্যায় মন্দিরে ঘট পরিবর্তন করতে গেলে মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী অনীলকান্তি দাশ অলৌকিক এ দৃশ্য দেখতে পান।
স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা জানান, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী অনীলকান্তি দাশের কাছে বিষয়টি আশ্চর্যজনক মনে হলে তিনি মন্দিরে থাকা অন্যদের ডেকে নিয়ে যান। পরে মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে বান্দরবান শহরে।
অলৌকিক বিষয়টি দেখতে মন্দিরে ভিড় জমান শত শত মানুষ।
কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ জানান, এটি ভগবানের পক্ষ থেকে একটি অলৌকিক মোজেজা। মানুষ যখন সৃষ্টিকর্তাকে ভুলে যায় বা ভগবানের সঙ্গে মানুষের দূরত্ব সৃষ্টি হয়, তখন এ ধরনের অলৌকিক ঘটনা ঘটে।
খবর পেয়ে বিষয়টি দেখতে মন্দিরে ছুটে যান বান্দরবানের জেলা প্রশাসক দিলীপকুমার বণিকসহ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা।
জেলা প্রশাসক দিলীপকুমার বণিক জানান, ঘটনাটি ঘটার পর আমাকে জানালে আমি বিষয়টি দেখতে যাই। ঘটনাটি আমার কাছেও ন্যাচারাল মনে হয়েছে। এটি কৃত্রিম কোনো প্রতিচ্ছবি নয়। এটি একটি অলৌকিক ঘটনা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।