বান্দরবান থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ও চট্টগ্রামের সাতকানিয়া থানার বিভিন্ন এলাকায় রোববার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি ১৩৫ সিসি’র একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বান্দরবানসহ পার্শ্ববর্তী এলাকা থেকে গত দুই-তিন মাসে উল্লেখযোগ্য পরিমাণ মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি ক্যামেরায় মোটরসাইকেল চুরির ছবি ধারণ করা গেলেও এতদিন চোরদের ধরা যায়নি। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করা হয়।
আটকরা হলেন আবুল হোসেন (২২), ছোটন দাশ (২০), মোহাম্মদ রাসেল (১৮) এবং রাসেল মিঞা (২০)। তাদের মধ্যে আবুল হোসেন ও ছোটন দাশের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। বাকি দুইজনের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।