২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বান্দরবানে সন্তু লারমার সফর প্রতিহত করতে ৩৬ ঘন্টার হরতাল-অবরোধ শুরু ১২ মার্চ

images

জনসংহতি সমিতির পক্ষে বেপরোয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান জেলা সফর প্রতিহত করার লক্ষ্যে আগামী ১২ ও ১৩ মার্চ ৩৬ ঘন্টার টানা হরতাল-অবরোধের ডাক দিয়েছে জাগো পার্বত্যবাসী নামক একটি সংগঠন।
জাগো পার্বত্যবাসী (পাহাড়ি-বাংগালির সমন্বিত ) নামের সংগঠনের পক্ষে জেলা সমঅধিকার আন্দোলন পরিষদ নেতা সেলিম আহমদ চৌধুরী সোমবার দুপুরে জানান,রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা গ্রহণ করে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন) ও জেএসএস সভাপতি সšু— লারমার নির্দেশে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় সন্ত্রাস ও বেপরোয়া চাঁদাবাজি চলছে। খোদ জেলা শহরের আশেপাশেই প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি ও সন্ত্রাস দিব্যি চললেও সরকারি বাহিনী সেইসব প্রতিরোধে নির্বিকার থাকায় সাধারণ নাগরিকদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও উদ্বেগ,জননিরাপত্তা চরমভাবে ব্যাহত হচ্ছে। আগামী ১২ ও ১৩ মার্চ ২দিনের সরকারি সফরের আড়ালে সন্তু লারমা বান্দরবানে কয়েকটি সমাবেশ করার কর্মসূচি দিয়েছে। এসব সমাবেশকে ঘিরে জেলায় সংঘাত সৃষ্টির আশংকা রয়েছে। সন্তু লারমার এ কর্মসূচির প্রতিবাদে এবং তাঁর বান্দরবান সফর প্রতিহত করার লক্ষ্যে জাপো পার্বত্যবাসীর ব্যানারে ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত পাহাড়ি-বাংগালি সম্প্রদায়ের হাজার হাজার মানুষ এখন সোচ্ছার। তারাই আগামী ১২ ও ১৩ মার্চ টানা ৩৬ ঘন্টার হরতার ও অবরোধ আহবান করেছেন। এ শান্তিপুর্ণ কর্মসূচি সফল করে তোলার জন্যে জেলার সর্বত্রই ব্যাপক গনসংযোগ কার্যক্রম চলছে বলেও জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।