বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ১৯ বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে।
শুক্রবার (২ ডিসেম্বর) স্থানীয় রাজারমাঠে বেলুন উড়িয়ে চুক্তির বর্ষপূর্তি কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
এ ছাড়াও সেনাবাহিনীর উদ্যোগে গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি সেনা রিজিয়নের উদ্যোগে জেলা সদরের সহস্রাধিক গরিব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র এবং দশটি বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার গোলাম মহিউদ্দিন হাওলাদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা পুলিশ সুপার সনজিব কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক হারুনুর রশীদ, জেলা সিভিল সার্জন উদয় শংকর চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
চুক্তির বর্ষপূর্তিতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এদিন প্রতিষ্ঠানের হলরুমে আলোচনাসভার আয়োজন করা হয়। এ ছাড়া বিকেলে পুরাতন রাজবাড়ি মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমাবেশের আয়োজন করেছে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত প্রচেষ্টায় ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি জ্যোতিরেন্দ্র বোধিপ্রিয় লারমা প্রকাশ সন্তু লারমার আন্তরিকতায় জেএসএস এবং সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।