বান্দরবানে ৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে কমিটিতে শুভংকর বড়ুয়াকে সভাপতি, রকি দাশ সাধারণ সম্পাদক এবং মোঃ রিমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কমিটি গঠন উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচলা সভা অনুষ্ঠিত হয় সকলের মতামতের উপর ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের আহবায়ক আকবর হোসেন, ৫নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি রানা চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু বড়ুয়া বুতু, সাবেক ছাত্রনেতা শাহেদুল ইসলাম প্রমূখ।
পৌর যুবলীগের আহবায়ক সভাপতি মোঃ আকবর হোসেন বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার জন্য পর্যায়ক্রমে সব নতুন কমিটি গঠন করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।