২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

বাসটার্মিনাল লারপাড়া থেকে ইয়াবাসহ আটক ৩


কক্সবাজার বাসটার্মিনালস্থ পশ্চিম লারপাড়া থেকে তিন হাজার ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বুধবার বিকালে বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পশ্চিম লারপাড়ার আবুল হোসেনের পুত্র ইমাম হোসেন (৪০), তার ভাই শাহজাহান (৪২) ও ইমাম হোসেনের স্ত্রী নূর খাতুন (৩৫)। ডিবি ওসি এএস থোয়াই বিষয়টি নিশ্চিত করেছেন।
এএস থোয়াই জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি উপ-পরিদর্শক (এসআই) মহসিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ি থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের দেয়া স্বাকারোক্তি মতে বাড়ি তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি ওসি এএস থোয়াই বলেন, ‘আটককৃতদের পুরো পরিবার ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ইয়াবা এনে তা আবার বিভিন্ন স্থানে সরবরাহ করে। তাদের সিন্ডিকেটে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদেরকে খোঁজা হচ্ছে।’ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়ে ওসি জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।