২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিএনপি এখন ভিশনে চাঙ্গা হয়ে ঘরে বাইরে মারামারি করছে : ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বিএনপি এখন খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’তে চাঙ্গা হয়ে ঘরে বাইরে মারামারি করছে।
গত সোমবার রাজশাহী বিএনপির তৃণমূল সভায় ধাওয়া -পাল্টার কথার উল্লেখ করে এবং সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ বিএনপি চাঙ্গা হয়েছে’ এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।তিনি আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলার কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি আমি আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা নিয়ে কয়েকটি প্রতিনিধি সম্মেলন করেছি।কিন্তু কোথাও কোন টু শব্দ হয়নি।তিনি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন জনগণকে এবং তরুণ প্রজন্মকে আকৃষ্ট করেছে বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসেন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ,হল শাখার সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ সহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের এ সময় ‘৭৫ পরবর্তী আওয়ামী লীগের দু:সময়ের স্মৃতিচারণ করে বলেন, “তখন সামরিক জান্তার ভয়ে আমরা রাজধানীর নিমতলা ও পুরান ঢাকার বস্তিতে জীবনযাপন করেছি।জিয়ার আমলে আড়াই বছর জেল খেটেছি।ফরিদপুর জেলে বন্দী থাকাবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছি”। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরার সেই দিনের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, সেই দিন ১০ হাজার কর্মী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা হতে বাসে যাত্রা করে বিমান বন্দরে শেখ হাসিনাকে বরণ করতে গিয়েছিলাম। উল্লেখ্য,১৯৭৫ সালের ১৫ আগস্ট হতে ১৯৮১ সাল পর্যন্ত দীর্ঘ ৬ বছর ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।তখন হতে আওয়ামি লীগ প্রতি বছর ১৭ মে কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আসছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।