২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিএনপির ‘টপ টু বটম’ নেতাদের পদত্যাগ চান কাদের


ঈদে বাড়ি ফেরা মানুষরা যানজটে ভুগেছে- এই অভিযোগ তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আর এই দাবির জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে নিচু সারির সব নেতাদেরই পদত্যাগ চেয়েছেন কাদের।
রবিবার দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সড়ক মন্ত্রী বলেন, ‘আট বছরে আট মিনিটের জন্যও দলটি আন্দোলন করতে পারেনি। এখনও কোন ইস্যু খোঁজে পাচ্ছে না। বরং আন্দোলনে ব্যর্থতার জন্য, তাদের টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত’।
শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, ঈদে বাড়ি ফেরা মানুষরা দুঃসহ যানজটে কষ্ট পেয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি ঈদে জনদুর্ভোগের জন্য দায়ী প্রধানত যোগাযোগমন্ত্রীর এবং তার পদত্যাগ করা উচিত।’
বিএনপির এই দাবির বিষয়ে জানতে চাইলে সড়ক মন্ত্রী বলেন, ‘অনেক চেষ্টা তদবির করে বিএনপি আন্দোলনের কোন ইস্যূ না পেয়ে এখন হতাশ। হতাশা থেকে আবোল তাবোল বলছে। সারাদেশ ঈদযাত্রায় দূর্ভোগ, ভোগান্তি অনেক কম, তারপরও রাস্তায় ধীরগতি হলেও যানজট নেই। কিন্তু তারা এখন কল্পিত ভোগান্তির রূপকথার কাহিনি বলে বেড়াচ্ছে।’
কাদের বলেন, ‘আমাদের টিমওয়ার্কের কারণেই যানজট হয়নি। এর জন্য আমি প্রধানমন্ত্রীকেও ক্রেডিট দেব। কারণ, তিনি অবিরাম মনিটর করেছেন। মন্ত্রণালয়, সড়ক ও জনপথ, আইন-শৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকরা সবাই যার যার দায়িত্ব পালন করেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এবার যানজট, দূর্ভোগ অন্যান্য বছরের চেয়েও কম হয়েছে। তারপরও যারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন যন্ত্রণা সয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
অতীতে কী ত্রুটি থাকার কারণে সড়কে যানজট হতো- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিং সমস্যা ছিলো। আবার বৃষ্টির কারণে সড়কে যানজট হতো। এবারও বৃষ্টি হলে এখন ঈদযাত্রা যতটুকু স্বস্তিদায়ক হতো তা বিঘ্নিত হতো, পরিস্থিত মোকাবেলা আমাদের জন্য কষ্টকর হতো। এ জন্য আল্লাহর কাছেও শুকরিয়া জ্ঞাপন করেছি।’
ফিরতি ঈদ যাত্রায় মহাসড়কে ভোগান্তি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসার সময়ও কোন সমস্যা হবে না। এমন নিশ্চয়তা আমি সবাইকে দিচ্ছি। আসার সময়ও আমাদের লোকজন রাস্তায় থাকবে এবং মন্ত্রী ওবায়দুল কাদেরও রাস্তায় থাকবে।’
এবার ঈদে মহাসড়কে ফিটনেটবিহীন গাড়ি আগের চেয়েও কম চলেছে বলেও দাবি করেন সড়ক মন্ত্রী। বলেন, ‘আগামীবার আরও কম চলবে।’

সূত্র- ঢাকা টাইমস

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।