১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

বিকাশে আর এমপি হওয়ার সুযোগ নেই-কচ্ছপিয়ায় কাজল

বিকাশের মাধ্যমে আগামীতে এমপি হওয়ার সুযোগ নেই। জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে হবে। বিএনপি এবং জনগণ একই সূত্রে গাঁতা। বিএনপিতে নেতা লাগে না। তাই সব ধরণের চিন্তা চেতনা হৃদয়ে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রোববার (১৮জুন) রামুর কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল।
এসময় তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন-দলে কাউয়া এবং ফার্মের মুরগী ঢুকেছে।’ সুতরাং নতুন আওয়ামী লীগ এবং পুরাতন আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। নতুন আওয়ামী লীগের কাছে পুরাতনরা অসহায়। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না সেটা তারাই বলছেন। কারণ তারা আলেম-ওলামাদের কষ্ট দিচ্ছেন। এমনকি হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের ওপরও নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগ গ্রামে গ্রামে বিবেদ সৃষ্টি করছে। আজকে চালের দাম ৬০ টাকা। গরু এবং ছাগলের মাংসের দামও আকাশ ছোঁয়া।
লুৎফুর রহমান কাজল বলেন, ‘দেশের কোথাও দুর্নীতি হচ্ছে কিনা জানি না। কিন্তু রামু উপজেলায় সবচেয়ে বেশি লুটপাট হচ্ছে। খোদ রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল একটি অনুষ্ঠানে এ ধরণের অভিযোগ উত্থাপন করেন।’ চেরাগ নিভে যেতে চাইলে একটু বেশি জ্বলে। আওয়ামী লীগের মেয়াদও শেষ হয়ে আসছে। তাই তাদের খারাপ চরিত্রটাও বেশি বেশি প্রকাশ পাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সাবেক এই সাংসদ।
কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-রামু উপজেলা বিএনপির সভাপতি এসএম ফেরদৌস, উপদেষ্টা আখতারুল আলম, সহসভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফোরকান আহমদ, সাংগঠনিক সম্পাদক মেহরাজ আহমেদ চৌধুরী মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নূর উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, বিএনপিনেতা দিদারুল আলম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কচ্ছপিয়ার যুবদল নেতা কলিম উল্লাহ। ইফতার মাহফিলে রামু উপজেলা, কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়া ও বাইশারি ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের সভাপতি-সম্পাদক’সহ নানা শ্রেণির নেতাকর্মীরা অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।