২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিচারহীনতার সংস্কৃতি জঙ্গী খুনীদের বেপরোয়া করে তুলেছে

সিলেটে মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশের খুনীদের গ্রেপ্তার ও ছাত্র ইউনিয়নের মিছিলে বর্বরোচিত পুলিশী হামলার বিচারের দাবীতে গতকাল বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহরের যৌথ মিছিল ও সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী, ছাত্র ইউনিয়ন,ছাত্র ইউনিয়নসহ সমমনা সংগঠনগুলো।
কক্সবাজার পৌর ভবন সামনের সড়কে জেলা ছাত্র ইউনিয়নের সভপতি সৌরভ দে এর সভপতিত্বে ও সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, বর্তমান সভাপতি ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক কল্যাণ পাল, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, যুব ইউনিয়নের সংগঠক মুনীর মোবারক,ছাত্র ইউনিয়নের সংগঠক মোসাদ্দেক আবু, মরিদুল ইভান, পাভেল দাশ, শয়ন বিশ্বাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সিলেটে অনন্ত হত্যাকান্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। জঙ্গী, উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর পরিকল্পিত সিরিজ হত্যাকান্ড হচ্ছে অনন্ত হত্যাকান্ড। বিচার হীনতার সংস্কৃতি দেশে প্রচলিত থাকায় জঙ্গী খুনীদের বেপরোয়া করে তুলেছে, তারা একের পর এক হত্যাযঞ্জ চালাচ্ছে। জঙ্গীদের ব্যাপারে বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান কি এদেশের মানুষের সামনে পরিষ্কার করতে হবে। রাষ্ট্র মানবিক হলে এদেশে হয়তো মুক্তমনা মানুষদের লাইন ধরে জীবন দিতে হতো না, রাজপথে ছাত্রছাত্রীদের বর্বর হামলার শিকার হতো না।
সমাবেশ শেষে একটি মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।