৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

‘বিদায়ী চেয়ারম্যান ফোরকান স্মরণীয় হয়ে থাকবেন’

নিউজ ডেস্ক:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেযারম্যান এর বিদায় ও বরণ অনুষ্ঠান সোমবার  কউক মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
নবাগত চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে বিন্দু থেকে সিন্ধুতে রূপান্তরিত করেছেন বিদায়ী চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ।  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি জীবনের শেষ মুহূর্তে এসে যে দায়িত্ব পেয়েছেন তাতে সবোর্চ্চ দিয়ে তিনি চেষ্টা করবেন কক্সবাজারকে বিশ্বের দরবারে তুলে ধরবেন।
বিদায়ী চেয়ারম্যান লে. কর্ণেল (অব) ফোরকান আহমদ বলেন, যখন দায়িত্ব নেয়া হয় তখন  অফিস,গাড়ি, জনবল কিছুই ছিলনা । তখন সাহস হিসেবে নিলাম  জাতির পিতা বঙ্গবন্ধুর বিজয় গাঁথা নেতৃত্ব আর অনুপ্রেরণা হিসেবে হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা। তাই শূন্য থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিশাল মাল্টি আইকনিক ভবন আর নানা সফল উন্নয়ন কর্মকাণ্ড সফল করা সম্ভব হয়েছে। তিনি নতুন চেয়ারম্যান কে সহযোগিতা নিজেও করবেন এবং কক্সবাজারের সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,  কক্সবাজারকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়ন কর্মকাণ্ড তা বাস্তবায়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। আর সেই লক্ষ্য বাস্তবায়নে সময়ের আগেই অনেক সফল কমসূচি বাস্তবায়ন করেছেন বিদায়ী চেয়ারম্যান লে. কর্ণেল (অব) ফোরকান আহমদ। যা কক্সবাজারের চেহারাকে পাল্টিয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উন্নয়ন স্বপ্ন বাস্তবায়নে আগামির যে চ্যালেঞ্জিন তা মোকাবেলা করতে হবে নবাগত  চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছারকে। আর তার সাথে কক্সবাজারের সবাই সহযোগী হিসেবে থাকবেন।
এতে বক্তব্য রাখেন এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি জাফর আলম, এমপি আশেক উল্লাহ রফিক,  জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা,  এডভোকেট প্রতিভা দাশ, মাকসুদুর রহমান বাবু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।