দেশের উদ্ভুত পরিস্থিতিতে ক্লাস, পরীক্ষাসহ সার্বিক শিক্ষা কার্যক্রম বিপর্যস্ত হওয়ায় এ পরিস্থিতি হতে উত্তোরনের লক্ষে জাতীয় বিশ্ববিদালয়ের নির্দেশ মোতাবেক কক্সবাজার সরকারি কলেজে ১৪ মার্চ, ২০১৫ তারিখ শনিবার সকাল ১১.০০ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনটি সকাল ১১.০০ টায় শুরু হয়ে ১১.৪৫ টায় শেষ হয়। এতে কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারি অংশগ্রহণ করে। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী শিক্ষা বিধ্বংসী কার্যক্রম বন্ধ করতঃ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘœ ও শঙ্কামুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।